বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৭

বরগুনা শহরে ফুটপাত দখলমুক্ত অভিযান

ছবি: বাসস

বরগুনা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বরগুনা শহরের প্রধান সড়কে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের সদর সড়কসহ কয়েকটি সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট, ভাসমান স্টল ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সড়কে যানজটও বেড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান, কাঠামো ও প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলকারীদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। অভিযান পরিচালনার ফলে ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতেও পর্যায়ক্রমে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হবে।