শিরোনাম

মেহেরপুর, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলাবাসী এবং জেলা প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, এরপর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট, মেহেরপুর পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও উপজেলা প্রশাসন, ছহিউদ্দীন ডিগ্রি কলেজ, টিটিসি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনায় সেখানে দোয়া মোনাজাত করা হয়।