বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

মেহেরপুর-১ আসনে বিএনপির মাসুদ অরুণের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাসুদ অরুণের ছোট ভাই এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। ছবি : বাসস

মেহেরপুর, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাসুদ অরুণের ছোট ভাই এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক টোটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।