শিরোনাম

মেহেরপুর, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার গাংনী উপজেলায় আজ নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইট প্রস্তুত করায় ‘বামুন্দি ব্রিকস’ নামের একটি ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলার গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার গাংনী উপজেলায় অবস্থিত ‘বামুন্দি ব্রিকস’ নামের ইটভাটাটি আবাসিক ও আবাদি জমিতে স্থাপন করা হয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এসব কারনে ইতিপূর্বে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে পুনরায় ইট প্রস্তুত শুরু করে সেটির মালিক।
নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইট প্রস্তুত করায় এই ইটভাটার মালিক মিজানুর রহমানকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।