শিরোনাম

মেহেরপুর, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, গণভোটের প্রচারণা এবং ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আজ বুধবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবীর আনসারির নেতৃত্বে সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর এবং পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণভোটের প্রচারণা ও আচরণবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার আমঝুপি চাঁদবিল এলাকায় গণভোটের প্রচারণা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার খাদিজা আক্তারের নেতৃত্বে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে গণভোটের প্রচারণা চালানো হয়। সহকারী কমিশনার আরাফাত হোসেনের নেতৃত্বে তেতুলবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়া সহকারী কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মোনাখালী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার জয়া ধর মুমুর নেতৃত্বে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে গণভোটের প্রচারণা চালানো হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে কুতুবপুর ইউনিয়নে গণভোটের প্রচারণা পরিচালিত হয়। গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে কাথুলী ইউনিয়নে আচরণবিধি প্রতিপালন এবং গণভোটের প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসক ড. এনামুল কবির জানিয়েছেন, নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু- শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।