শিরোনাম

মেহেরপুর, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণে মেহেরপুরে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‘দেশের চাবি আপনার হাতে’—এ স্লোগানে আজ রোববার বিকেলে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নজরুল কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাতুন এ জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।