শিরোনাম

মেহেরপুর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরে বিএনপি শোক সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার রাজধানীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় মৃত্যুবরণ করেন আপোষহীন এ নেত্রী। তার মৃত্যুর খবর শুনে সারাদেশের ন্যায় মেহেরপুরেও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মেহেরপুর বিএনপির নেতাকর্মীরা দলে দলে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুনের কাছে। মাসুদ অরুন সবাইকে শোকের কালো ব্যাচ পরিয়ে দেন। পরে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে শোকার্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।