শিরোনাম

নাটোর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নাটোরে পাবনা ও নাটোর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে আর্থিক মঞ্জুরির চেক প্রদান করেছে বিআরটিএ'র ট্রাস্ট্রি বোর্ড।
আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে মোট ৮৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, বিআরটিএ নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার প্রমুখ।
বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের দুর্দশা কখনো নিরসনযোগ্য নয়। তবে সরকার মানবিক সহায়তা নিয়ে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে ২০২২ সাল থেকে বিআরটিএ ট্রাস্ট্রি বোর্ডের কাজ শুরু করে। ২০২৩ সাল থেকে বিগত দুই বছরে সারাদেশে ৫৬ কোটি টাকার মঞ্জুরি প্রদান করা হয়েছে। বিগত চার মাসে ৫০ কোটি টাকার মঞ্জুরী প্রদান করা হয়েছে। আগামীতে এ সহায়তা আরো সম্প্রসারিত করা হবে।
চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনার পরবর্ত্তী ৩০ দিনের মধ্যে ট্রাস্ট্রি বোর্ডের কাছে মঞ্জুরির জন্য আবেদন করতে হয়। তবে এই সময় বৃদ্ধি করে ৬০ দিন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ৬০ ঘন্টার প্রশিক্ষণ ছাড়া কোনো চালককে লাইসেন্স দেওয়া হবে না। এছাড়া দৃষ্টিশক্তি পরীক্ষা এবং ডোপটেষ্ট ছাড়াও লাইসেন্স দেওয়া হবে না।