শিরোনাম

বাগেরহাট, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে দোয়া মাহফিল এবং দশানী সার্বজনীন পূজা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার আয়োজনে এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সি পি এ রফিকুল ইসলাম জগলু।
প্রাক্তন ছাত্রনেতা, সাবেক ডাকসু সদস্য ও আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদেশে থাকলেও হৃদয়ের টানে আমরা তাঁর জন্য প্রতিনিয়ত দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্বাস্থ্যসহ আমাদের মাঝে ফিরিয়ে দেন। জাতির এই সংকটময়ে তাঁর সুস্থতা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন আশার প্রদীপ জ্বালাবে।