বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

বরগুনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা

বরগুনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বরগুনা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্যে বরগুনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কর্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের আয়োজনে এ সভা হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবরাহীম। 

এছাড়াও বক্তব্য দেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা হাসান ঝন্টু, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেমায়েত উদ্দিন, ক্লিনিক্যাল ও ফিজিও থ্যারাপিস্ট ডা. আপেল মাহমুদ।