শিরোনাম

রংপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।
গতকাল মঙ্গলবার রাতে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জুলাই শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন, আরপিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু।
আরও বক্তব্য দেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল করিম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এসএম জাকির হোসাঈন প্রমুখ।
এ সময় প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, বাংলাদেশ বেতার রংপুরের সংবাদদাতা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, সদস্য সেলিম সরকার, মেজবাহুল হিমেল, আবু রায়হান, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ বাবু উপস্থিত ছিলেন।
এছাড়া রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সদস্য রেজাউল ইসলাম বাবু, রোস্তম আলী সরকারসহ রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ ও দেড় শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।