বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৮

ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

ঝিনাইদহ, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শনিবার বিকালে সদর উপজেলার বংকিরা, হাজরা, রাঙিয়ারপোতা, আসাননগর, মোহাম্মদপুর, মাটিকুমড়া ও গোবিন্দপুর গ্রামে পৃথকভাবে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ। 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা জুলফিকার হোসেন, আজাদ ফেরদৌস পান্নু, একে আজাদ, মশিউর রহমান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, রিপন আহমেদ, শহিদুল ইসলাম মনসাদ, আতিয়ার রহমান ফারাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এসব দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।