বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

নড়াইল, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নড়াইল আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নড়াইল বার ইউনিটের উদ্যোগে এ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নড়াইল বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপলের সঞ্চালনায় এ আলোচনাসভায় জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, অ্যাডভোকেট রাজিব আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
আলোচনাসভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন। 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ দোয়া মাহফিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।