বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

বরগুনায় গ্রাম আদালত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 

বরগুনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

বরগুনা, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরগুনার স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবরাহিম, সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলাম। 

অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সিপিডিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো সালেহ, সাংবাদিক জাকির হোসেন।