শিরোনাম

বাগেরহাট, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোংলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিঠাখালী বাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার,স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।