শিরোনাম

খুলনা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে খুলনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর খুলনা সদর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নগরীর আলিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন। তিনি অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন পাশে পাওয়া প্রয়োজন উল্লেখ করে বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন বরং সারা জাতির অভিভাবক।
পরে বিএনপি নেতা শমসের আলী মিন্টুর সভাপতিত্বে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।