শিরোনাম

মাগুরা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে মাগুরা ২ আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
সভার শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তিুসমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।