বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২০:১০
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৩০

মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

ছবি : বাসস

মাগুরা, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ রোববার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে মাগুরায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত জেলা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু (১৪ বীর, যশোর সেনানিবাস), জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দীন, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। 

তিনি নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী প্রক্রিয়া, দায়িত্ব-কর্তব্য, ব্যালট ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা ও আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।