বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি: বাসস

দিনাজপুর, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং অঙ্গ প্রতিষ্ঠান সমূহের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও  বিশেষ মুনাজাত করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত করা হয়।

গতকাল বাদ মাগরিব থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হাফেজদের মাধ্যমে কোরআন খতম এবং খতমে শিফা তেলাওয়াত করা হয়। 

দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাতে অংশ গ্রহণ করেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, জিয়া হার্ট ফাউন্ডেশনের ডা. মো. হাফিজুল ইসলাম, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)সহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।