শিরোনাম

শেরপুর, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার ঝিনাইগাতী বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
দোয়া মাহফিলে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব জনাব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।