বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১২:০১

হবিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি

বৃহস্পতিবার হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং এসেড হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার সিরাজুল ইসলাম, প্যারালিগ্যাল আবুজার গিফারি ইমন, জেন্ডার ইনকুলেশন অফিসার লতিফা আক্তার, সহকারী প্রকল্প কর্মকর্তা নোভাসহ অনেকেই।

পরে জেলা প্রশাসকের কাছে নারী নেত্রীবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলের প্রতি আহ্বান জানান।