বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

মেহেরপুরে ১০ অদম্য নারীকে সংবর্ধনা

মঙ্গলবার মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মেহেরপুর, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এসব কর্মসূচির আয়োজন করে। 

রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা সমাজের জন্য কলঙ্ক। নারীদের নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে এগিয়ে গেলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হবে।

আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়।