শিরোনাম

ঝিনাইদহ, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : 'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' প্রতিপাদ্যে জেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৬ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার দূরদর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মুন্সি ফিরোজা সুলতানা, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা হাবিবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি অংশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এসময় সফল নারী (অর্থনীতি) ফারজানা ববি বিশ্বাস, (শিক্ষা ) রুপালী খাতুন, (সফল জননী) লতিফা বেগম, (জীবন সংগ্রামে জয়ী) শারমিন সুলতানা, (সমাজ উন্নয়নে অবদান) ফেরদৌসী বেগম ও (সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী) রেহেনা খাতুনকে 'অদম্য নারী' সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে সম্মানিত নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।