বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩

মেহেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সোমবার জেলায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মেহেরপুর ১ ডিসেম্বর,  ২০২৫ (বাসস): জেলায়  বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা ১১ টার দিকে জেলার স্বাস্থ্য বিভাগ র‌্যালি ও আলোচনা সভার  আয়োজন করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক  ডা. বুলবুল কবিরের নেতৃত্বে র‌্যালিটি হাসপাতাল চত্বর থেকে  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‌্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাসপাতালের তত্বাবধায়ক  ডা. বুলবুল কবির, ডা. অলোক কুমার দাস, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি চামিলি খাতুন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, এইডস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নিরাপদ জীবনাচরণের মাধ্যমে সংক্রমণ ঝুঁকি কমানোর আহ্বান জানান। এইডস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং পরীক্ষাকে লজ্জা নয়, দায়িত্ব হিসেবে নিতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায়  হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।