শিরোনাম

কুড়িগ্রাম, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাদের সমাজের বোঝা মনে করা যাবে না। তাদের জীবন উন্নয়নে কাজ করতে হবে। জেলায় বর্তমানে ১ লাখ ১ হাজার ৯৮৯ জন প্রতিবন্ধী ব্যক্তি নিবন্ধিত রয়েছেন। বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যাকে প্রতিবন্ধিতার অন্যতম কারণ। জেলায় ৯৩ হাজার প্রতিবন্ধীকে প্রতি মাসে ৯০০ টাকা করে ভাতা প্রদান করা হয়, যা তাদের চাহিদার তুলনায় অপর্যাপ্ত।
আলোচনা সভায় প্রতিবন্ধীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মসূচি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।