বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও সভা

মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সকালে একটি সচেতনতামূলক র‌্যালি জেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রশাসন, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান।
দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজবাড়ী জেলা কমিটির সহ সভাপতি আজিজা খানম বলেন, কর্মকর্তা সঠিক সময়ে অফিসে না যাওয়া এটাও দুর্নীতি। দুর্নীতি সুশাসনকে প্রতিহত করে। আইনের মধ্যে আনলেই দুর্নীতি প্রতিহত করা যায় না। এর জন্য প্রয়োজন তরুণ প্রজন্মকে পরিবার থেকে শুদ্ধতার অভ্যাস গড়ে তোলা, তাহলে সমাজও পাল্টাবে। 

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সুশাসন নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি ও অভিযোগ নিরসনে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের আহবান জানান। দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।