বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮

জয়পুরহাটে রাইস ট্রান্সপ্লাটারের মাধ্যমে চারা রোপন

জয়পুরহাট, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় রাইস ট্রান্সপ্লাটারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ দুপুরে ধানের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনীতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আহাম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল গোপিনাথপুর গ্রামে চারা রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক। 
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও মো. জুয়েল, আহাম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল ও ভাবকি গ্রামের কৃষক মাহমুদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার মেহেদী হাসান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়