বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

হবিগঞ্জে বুদ্ধিজীবী দিবসে আলোক প্রজ্জ্বলন ও কবিতানুষ্ঠান

হবিগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস): শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 'তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য' এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় জেলা শহরের টাউন হল প্রাঙ্গনে "প্রাকৃতজন" আলোক প্রজ্জ্বলন ও কবিতানুষ্ঠান করেছে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে প্রাকৃতজন’র পরিচালক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।
এরপর পদক্ষেপ আবৃত্তি পরিষদ পরিবেশন করে কবিতানুষ্ঠান ‘রৌদ্র লেখে জয়’। অধ্যাপক নাসরিন হকের পরিকল্পনা ও নির্দেশনায় এতে অংশগ্রহণ করেন- কুমকুম চৌধুরী, আফরোজা সিদ্দিকা, জেরিন, ঋতু, লিজা, রুম্পা, সাজপা, এঞ্জেলা, দিনা, শ্রেয়া প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়