বাসস
  ৩০ নভেম্বর ২০২৩, ১৮:০১

ঝিনাইদহে তিনহাজার একশ’ ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ

ঝিনাইদহ, ৩০ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে তিনহাজার একশ’ ৫০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এসব বীজ বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন রাশিদুর রহমান রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার তিনহাজার একশ’ ৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি দুইকেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়