বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৯

নীলফামারীতে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

নীলফামারী, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টা থেকে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে ‘অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।  স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন রিসোর্স পার্সন ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।