বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:১৭

সাতক্ষীরায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

সাতক্ষীরা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলায় আজ বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে তালা মহিলা কলেজে এ নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের কন্যা কানেতা ইয়া লাম লাম অরনী।

এ সময় তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম -সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি'র নির্বাচনী পোলিং এজেন্টেদের নির্বাচনী আচরণ বিধি সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।