বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৮

ভোলায় বিএনপি জোট প্রার্থী পার্থের নির্বাচনী প্রচারণা শুরু 

ছবি : বাসস

ভোলা, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে বরিশাল হয়ে তিনি স্পিডবোটযোগে ভোলা সদর খেয়াঘাটে পৌঁছান। এসময় ভোলা জেলা বিজেপি ও বিএনপির লাখো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে খেয়াঘাট এলাকা থেকে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর সোয়া ৩টায় শহরের নতুনবাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “ভোলায় বিএনপি বিজেপি ভাই ভাই—এই ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।” ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। 

তিনি বলেন, একসময় তিনি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছেন, যে সাহস ফ্যাসিস্ট জমানায় অনেকেই দেখাতে পারেননি। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাহসী নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার পার্থ বলেন ভোলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবেন। ভোলার ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আপনারা আমাকে সহায়তা করবেন। 
এ সমাবেশে তিনি সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিজেপি ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, ভোলায় আগমন উপলক্ষে নিজ দল বিজেপি ও বিএনপির নেতাকর্মীসহ প্রায় লাখো মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন আন্দালিভ রহমান পার্থ। পার্থকে বহন করা শোভাযাত্রার গাড়ি বহরটি নিজদলের (বিজেপি) প্রতীক গরুর গাড়ি মার্কা স্লোগানে মুখরিত হয়ে উঠে। সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া লাখো জনতা বেষ্টিত এ শোভাযাত্রাটি খেয়াঘাট থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে পৌছুতে কমপক্ষে তিনঘন্টা সময় লেগে যায়। নতুনবাজারের বক্তব্য শেষে বিকেল পৌনে ৪ টায় আন্দালিভ রহমান পার্থ শহরের উকিল পাড়ায় অবস্থিত নিজ বাড়ি শান্তণীড়ে গিয়ে পৌঁছান।