শিরোনাম

ভোলা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে ভোলায় গতকাল কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও জাল নোটসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল ৫টায় ইলিশা কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল ভোলা সদর থানার মাঝেরচর এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং আট হাজার টাকার জাল নোটসহ মো. আরমান (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, তাকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।