বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২০:৩৪

হবিগঞ্জে জামায়াতের প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

হবিগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে জামায়াতের প্রার্থীসহ ৪ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

প্রার্থীতা প্রত্যাহারে শেষদিনে আজ মঙ্গলবার ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। 

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন— হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা নোমান আহমেদ ছাদিক, হবিগঞ্জ-৩ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান ও হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ মোকাস্মেল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্রিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্ধ দেয়া হবে, এর পর থেকেই প্রার্থীরা আগামী ১০ জানুয়ারী মধ্যরাত পর্যন্ত প্রচারণা করতে পারবেন। তিনি সকল প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণার আহ্বান জানান। আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ রিটার্রিং কর্মকর্তা।