শিরোনাম

বাবুল আখতার রানা
নওগাঁ, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ছয়টি সংসদীয় আসনে এখন ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নওগাঁ জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন নওগাঁ-২ আসনের ইসলামী আন্দোলন প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিস প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিস হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ আসনের এবি পার্টির কাজী আতিকুর রহমান।
নওগাঁর ৬টি সংসদীয় আসনে এখন ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী।
এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটর ২ লাখ ৩৫ হাজার ৩৮০ ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৩ জন। হিজড়া ভোটার রয়েছে মাত্র ৪জন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) প্রার্থী মতিবুল ইসলাম লড়বেন।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৭৭ জন ও নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৫ জন। হিজড়া ভোটার ২জন।
নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে লড়বেন বিএনপির প্রার্থী ফজলে হুদা, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান, জাতীয় পার্টির মাসুদ রানা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদের) প্রার্থী কালিপদ সরকার, বাংলাদেশ ন্যাশলালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির বিন আছগর, স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন ও পারভেজ আরেফিন সিদ্দিক।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৯৯০ জন ও নারী ভোটার ২ লাখ ২ হাজার ৭৯৪ জন। হিজড়া ১ জন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে লড়বেন বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিব, জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী সোহরাব হোসাইন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী ডাঃ এস এম ফজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১২ জন। হিজড়া ভোটার ৪ জন।
নওগাঁ-৫ (সদর) বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েম, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন লড়বেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২৯ জন। নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৯৯৬ জন। হিজড়া ভোটার ৫ জন।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে লড়বেন বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬০ জন। হিজড়া ৫ জন।