বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

জকসু নির্বাচন নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষের দাবিটি ভুয়া: ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘পুরোনো ও বিভ্রান্তিকর’ হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’।

ফ্যাক্টওয়াচ তাদের অনুসন্ধানে জানায়, গত ৭ জানুয়ারি জকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া একটি সংঘর্ষের পুরোনো দৃশ্য। জকসু নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনকে লক্ষ্য করে এসব গুজব ছড়ানো হচ্ছে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং ‘সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ’ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা হিসেবে ফ্যাক্টওয়াচ দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক বিষয়টি জনগণের সামনে তুলে ধরছে প্রতিষ্ঠানটি।