বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

ছাত্রদল নেতার বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মাকসুদুর রহমান সুমিতের বাবা আওলাদ হোসেন ভূইয়া মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি আওলাদ হোসেন ভূইয়ার মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, একজন সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে মো. আওলাদ হোসেন ভূইয়াকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন।

বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।