বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২২

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

ছবি : বাসস

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই উপলক্ষ্যে তাঁকে অগ্রিম স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের করা হয়।

ঢাবি শাখা ছাত্রদলের আয়োজনে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।