বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮

জকসু নির্বাচন: নারী ভোটারদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

আজ সকাল থেকে শুরু হওয়া জকসু নির্বাচনে নারী ভোটারদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: বাসস

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। 

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে নারী ভোটারদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

ভোট দিতে আসা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শ্রাবণী বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। এর আগে কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাই আগ্রহটা অনেক বেশি। এমন উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অনুভূতিটা সত্যিই আমার কাছে অন্যরকম।’

মার্কেটিং বিভাগের কেন্দ্রে ভোট প্রদান শেষে চাঁদনি আক্তার বলেন, ‘আজকে আমার কাছে ঈদের মতো আনন্দ লাগছে। রাতে সবাই মিলে ঠিক করে রেখেছিলাম কাকে ভোট দেব। তাই আজ এসেই ভোট দিয়ে দিলাম। আমার একটাই প্রত্যাশা- যিনিই নির্বাচিত হোন, তিনি যেন আমাদের পক্ষে কাজ করেন।’

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ভোট প্রদান শেষে বিউটি আক্তার বলেন, ‘আমি সকাল থেকেই ক্যাম্পাসে ছিলাম, দুপুরের দিকে ভোট দিয়েছি। এতদিন আমাদের পক্ষে কথা বলার মতো কোনো প্রতিনিধি ছিল না। আজকের পর আমাদের প্রতিনিধি থাকবে। তাদের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন আমাদের জন্য কাজ করেন।’

শহীদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কেন্দ্রে ভোট প্রদান শেষে মাহামুদা জাহান বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসুক, যারা আমাদের জন্য কাজ করবে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’