বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ২২:১৪

জিআই পণ্য শতরঞ্জির মান বজায় রাখার আহ্বান বিসিক চেয়ারম্যানের

আজ রংপুর জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জিআই পণ্য শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জিআই পণ্য শতরঞ্জির প্রতিষ্ঠিত মান ও গুণগতমান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশে ও বিদেশে শতরঞ্জির ক্রমবর্ধমান চাহিদা টিকিয়ে রাখতে এবং শিল্পকে আরও সম্প্রসারণ করতে হলে নতুন প্রযুক্তি ও কৌশল প্রয়োগের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদন করা জরুরি, যাতে বৈশ্বিক বাজারে টিকে থাকা যায়।’

আজ রংপুর জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জিআই পণ্য শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। শুরুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজালাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের শিল্প খাতের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো-ক্ষুদ্র ও কুটির শিল্প, যা দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি আরও বলেন, ‘কোনো পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করলে সংশ্লিষ্ট অঞ্চলের মর্যাদা ও স্বীকৃতি বহুলাংশে বৃদ্ধি পায়।’

শতরঞ্জির জিআই স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি জিআই পণ্য নয়, বরং রংপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড পরিচয়।

তিনি আরও উল্লেখ করেন, শতরঞ্জিসহ যেকোনো পণ্যের প্রসারে কার্যকর প্রচারের কোনো বিকল্প নেই।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে বিভিন্ন প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে-কারিগরদের প্রশিক্ষণ ও আধুনিকায়ন নিশ্চিত করা, মানসম্পন্ন কাঁচামাল সরবরাহ, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিপণন শক্তিশালী করা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বিপণন বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ে শিল্প সম্প্রসারণ।

এছাড়াও তারা দক্ষ ডিজাইনারের প্রয়োজনীয়তা, শতরঞ্জি তৈরির কাঁচামালের অভাব, কেন্দ্রীয় বিক্রয় কেন্দ্র স্থাপন, ঋণ সুবিধা এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মতো বিষয়েও মত প্রকাশ করেন।

সেমিনারে সরকারি কর্মকর্তা, ক্ষুদ্র উদ্যোক্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।