বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৪

বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ’র বিশেষ সংবর্ধনা

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে ইনামুল হক খান বলেন, ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর অর্জন করে হ্যামস গার্মেন্টস লিমিটেড একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি কেবল একটি সংখ্যাগত অর্জন নয়, বরং বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে এটিই সর্বোচ্চ স্কোর।

তিনি আরও বলেন, এই সাফল্য ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বৈশ্বিক বেঞ্চমার্ক তৈরি করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক এ বি এম  সামছুদ্দিন, পরিচালক ফারুক হাসান, ইউএসজিবিসির কনসালটেন্ট অনন্ত আহমেদ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ইন্টারিম কমিটির কনভেনার প্রকৌশলী এহসানুল করিম কায়সারসহ হ্যামস গার্মেন্টসের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ১১০ এর মধ্যে ১০৮ স্কোর অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে অর্জন করেছে। একই সঙ্গে তিনি পরিবেশবান্ধব শিল্প রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের প্রাপ্যতা আরও সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএর পরিচালক ফারুক হাসান বলেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে, যা দেশের শিল্পখাতের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে তিনি উল্লেখ করেন, গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর যথাযথ প্রতিফলন এখনো পরিলক্ষিত হচ্ছে না।

ইউএসজিবিসির কনসালটেন্ট ও ৩৬০ টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এ অর্জনের কারিগরি দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ কেবল সাসটেইনেবিলিটির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখছে না, বরং নতুন বৈশ্বিক মানদণ্ডও স্থাপন করছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে মোট ২৭৩টি লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে ১১৫টি প্লাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই বাংলাদেশে অবস্থিত।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান তার বক্তব্যে কারখানার সাফল্যের গল্প তুলে ধরে বিজিএমইএ’র প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিজিএমইএ’র বর্তমান পর্ষদ শিল্পখাতের প্রতিটি অর্জনকে যেভাবে মূল্যায়ন ও বিশ্বদরবারে তুলে ধরছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিজিএমইএ কর্তৃক এই সংবর্ধনা শিল্পমালিকদের টেকসই শিল্পায়নের পথে আরও সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।