শিরোনাম

রংপুর, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস):আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে জেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বিভাগীয় তথ্য অফিস, রংপুর।
আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে ভোটারদের উদ্বুদ্ধকরণে ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মোহাম্মদ এনামুল আহসান।
এ সময় তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এই সংগীতানুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় তথ্য অফিস জেলার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী বার্তা, ভোটাধিকার, গণভোটের গুরুত্ব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ট্রাকে স্থাপিত সাউন্ড সিস্টেমে দেশাত্মবোধক গান ও নির্বাচনবিষয়ক উদ্বুদ্ধকরণমূলক সংগীত পরিবেশন করা হয়, যা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
অনুষ্ঠানে বিভাগীয় তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে এবং ভোটার উপস্থিতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।