বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮

রংপুরে তারেক রহমানের নির্বাচনি জনসভা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

রংপুর, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার রংপুর আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার রাতে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে বিকেল পৌনে ৪টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

রংপুর সফর শেষে শনিবার সড়কপথে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। ফেরার পথে তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত দু’টি পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।