শিরোনাম

রংপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর নগরীর নিসবেতগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) শতরঞ্জি প্রকল্প ভবনে দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিসিকের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এহেছানুল হক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিসিক দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, প্রত্যেকে যদি নিজ উদ্যোগে কিংবা গ্রুপ আকারে কাজ শুরু করে তবেই এই শিল্পের উন্নতি সম্ভব।
তিনি উদ্যোক্তাদের বিসিক থেকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
নারী উদ্যোক্তা বৃদ্ধি প্রসঙ্গে পরিচালক বলেন, সরকার নারী উদ্যোক্তা উন্নয়নে বিসিক বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সরকার এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করছে।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের ব্যবসায় আরো সম্প্রসারিত করতে পারেন।
তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে অন্যের প্রতিষ্ঠানে কাজে না লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।