বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬

রংপুরে আগ্নেয়াস্ত্র জমাদান সংক্রান্ত জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি

রংপুর, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমাদান-সংক্রন্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাদের কাছে লাইসেন্স করা স্থগিতকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে, তাদেরকে ৩১ জানুয়ারি (শনিবার), ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

এমতাবস্থায়, লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ নিজের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ অস্ত্র ডিলারের কাছে জমা প্রদান করতে পারবেন।

তবে এই আদেশ, আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য নয়।
একইভাবে সরকারি, আধাসরকারি, বেসরকারি, আর্থিক বা অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রেও প্রযোজ্য নয়।

এছাড়া, ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের বৈধভাবে নিয়োজিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রেও এই অস্ত্র জমা প্রদানের নির্দেশ প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য ১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে উল্লিখিত বাহিনীকে বোঝানো হয়েছে।

কেউ এই আদেশ অমান্য করলে ‘দ্য আর্মস অ্যাক্ট-১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।