বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

জয়ের ধারা অব্যাহত অপরাজেয়র

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রায়হান উদ্দিনের বোলিং নৈপুন্যে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে অপরাজেয় দল।

আজ পিকেএসপি-১ মাঠে অনুষ্ঠিত ম্যাচে অপরাজেয় ৫ উইকেটে হারিয়েছে অকুতোভয়কে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মিনহাজ সৌরভের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে অকুতোভয়।

৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলার পথে ৮টি চার ও ২টি ছক্কা মারেন মিনহাজ।

অধিনায়ক জাকারিয়া মাসুদ ২১ ও আশরাফুল আলম ২০ রান করেন। রায়হান ১৮ রানে ৩ উইকেট নেন।

১৪৩ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৪৮ রানের সূচনা পায় অপরাজেয়। দুই ওপেনার আহসানুর রহমান ১৯ বলে ৩৩ এবং তওসিফ ২৭ রানে আউট হলে মিডল অর্ডার

ব্যাটারদের দৃঢ়তায় ১ ওভার বাকী থাকতে জয়ের দেখা পায় অপরাজেয়।

মিডল অর্ডারে আশফাক আহমেদ ২৭, তৌহিদ খান ৩৬ এবং রাকিক ইসলাম ১৭ রান করেন।

অকুতোভয়ের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।