শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ওপেনার মোহাম্মদ পরাণের সেঞ্চুরিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুরন্ত দল।
আজ ঢাকার পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুরন্ত ৫৭ রানে হারিয়েছে অদম্যকে। ১১৭ রান করেন পরান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পরানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে দুরন্ত। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১২টি চার ও ৭টি ছক্কায় ৬৮ বলে ১১৭ রানের নান্দনিক ইনিংস খেলেন পরান।
এছাড়া মিনহাজুল আবেদিন ২১ বলে ২৯ ও অধিনায়ক জীবন ১৫ রান করেন। অদম্যর হয়ে সুজন হাওলাদার ২টি উইকেট নেন।
জবাবে দুরন্তর বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি অদম্য। নয় নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সুজন।
৩টি করে উইকেট নিয়েছেন মো: শোয়েব ও দ্রুপম।