শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : দক্ষিণ এশিয়ান গেমসের নতুন তারিখ নির্ধারণ করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। ২০২৭ সালের ২৩-৩১ মার্চ পাকিস্তানে আয়োজিত হবে এই গেমস। এর আগে এ বছরের জানুয়ারিতে এই গেমস আয়োজনের কথা ছিল।
গত সোমবার উজবেকিস্তানের তাশকান্দ শহরে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর ৪৬তম সাধারণ পরিষদের সভার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সাউথ এশিয়ান গেমস আয়োজন উপলক্ষ্যে একটি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এসএ গেমস নিয়ে নতুন সিদ্ধান্ত আসে।
সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভার সভাপতিত্ব করেন দক্ষিণ এশিয়ার পক্ষে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সহ-সভাপতি এবং ভূটান অলিম্পিক কমিটির সভাপতি প্রিন্স জিগেল উগেইন ওয়াংচুক। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি এবং মহাসচিবগণ।
পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন (পিওএ) এবং দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি) এর সভাপতি আরিফ সাইদ এবং পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ ওয়ানি সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ থেকে সভায় উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব মোঃ জুবায়েদুর রহমান রানা।
বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সাউথ এশিয়ান গেমস আগামী বছর মার্চে পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে গত বছর ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত এসএওসি নির্বাহী কমিটির সভায় সাউথ এশিয়ান গেমসের জন্য নির্ধারিত ডিসিপ্লিন এবং ইভেন্টসমূহ গেমসে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।