শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ নির্বাচনী আসনে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে বিএনপির মিডিয়া কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক নেতা মোস্তফা কামাল মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি আসাদুজ্জামান বাবুল, কালাম ফয়েজী, মাকসুদুর রহমান, শাহ আলম জমাদ্দার, মজনুর রহমান, হাসেম চৌধুরী, আমিনুল হক, শোয়েব কোরাইশি, মহিদুল মামুন, শরিফুল ইসলাম, শাহীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন ও উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে উন্নয়নের ধারাকে অক্ষুণ্ন রাখেন।’
তিনি আরো বলেন, ‘আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সন্তান আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান। তিনি ১৭ বছর পর বাংলাদেশে এসে আমাদের সাহস জুগিয়েছেন। তিনি বলেছেন, তার একটা পরিকল্পনা আছে দেশ ও দেশের মানুষকে নিয়ে। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। সেজন্য আপনাদের উচিত তার হাতকে শক্তিশালী করা।’
মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। আপনারা তারেক রহমানের নির্বাচনী এলাকার বাসিন্দা। সবার কাছে অনুরোধ— আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষে ভোট দিলেই দেশ থেকে দুর্নীতি কমে যাবে, দেশে পুনরায় উন্নয়নের ধারা সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘বস্তি এলাকায় অনেক সময় অনেক রকম অন্যায়-অপকর্ম সংগঠিত হয়। তারেক রহমান নির্বাচিত হলে অত্র এলাকা থেকে জুলুম-অন্যায় কমে যাবে। কেউ আর জুলুম-চাঁদাবাজির শিকার হবেন না। সবচেয়ে বড় বিষয় হলো— তারেক রহমানকে ভোট দিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে এবং ধর্মব্যবসায়ী ও স্বাধীনতা বিরোধীচক্রের কোনো চক্রান্তই সফল হবে না।’
সরকারি তিতুমীর কলেজের সামনে অনুষ্ঠিত এ পথসভা শেষে এক নির্বাচনী মিছিল বের হয়।
মহাখালী ওয়্যারলেস গেট থেকে মিছিলটি কড়াইল বস্তির মাঠ অতিক্রম করে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় লিফলেট বিতরণ করা হয়। সংস্কৃতি দলের সদস্যদের অনেকেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। কড়াইল বস্তিবাসীদের প্রায় সবাই ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।