শিরোনাম

ঠাকুরগাঁও, ২৮ অক্টোবর, ২০২৬ (বাসস): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি ফিরিয়ে আনা, যা কেবল বিএনপিই পারবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল। আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করবো।
বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। সব ভোট আওয়ামী লীগ নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে আশা করছি আমরা। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।
তিনি বলেন, শেখ হাসিনা তার দলের লোকদের ফেলে চলে গেছে দিল্লিতে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের নতুন নতুন কল-কারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো, শস্তায় মানুষকে ওষুধ দেবো, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও ভালো করার চেষ্টা করবো। আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন।